লা লিগার মুকুট রিয়ালের

প্রকাশ | ২২ মে ২০১৭, ০৮:২৭ | আপডেট: ২২ মে ২০১৭, ০৯:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অবশেষে দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান হলো। মালাগাকে হারিয়ে লা লিগার মুকুট ঘরে তুলল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গেল রাতে মালাগার ঘরের মাঠে শিরোপা উৎসবে মাতোয়ারা হয়েছেন রোনালদো-বেল-বেনজেমারা।

চ্যাম্পিয়ন হতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু পূর্ণ পয়েন্ট নিয়েই মৌসুম শেষ করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। কোচ জিনেদিন জিদানের অধীনে এটাই প্রথম লা লিগার শিরোপা।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। বাকিটা সময় কাটে আক্রমণ আর পাল্টা আক্রমণে।

এদিকে একই রাতে এইবারকে ৪-২ গোলে পরাজিত করে বার্সেলোনা। যে জয়ে নতুন রেকর্ডে নাম উঠল মেসিরা। লা লিগায় বার্সেলোনার এক মৌসুমে সর্বোচ্চ গোলের সংখ্যা ছিল ১১৫টি। এইবারের বিপক্ষে জয়ে এ বছর বার্সার মোট গোল ১১৬টি। যার মধ্যে মেসি-নেইমার-সুয়ারেজের গোলই ১০৮টি।

বার্সার হয়ে এইবারের বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি গোল এসেছে লুইস সুয়ারেজের পা থেকে। বাকিটি ছিল সুইসাইড গোল।

(ঢাকাটাইমস/২২মে/জেইউএম)