খালেদার ১১ মামলার পরবর্তী শুনানি ২৯ জুন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১২:১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা হত্যা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে আদালত। আগামী ২৯ জুন শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।

আজ এসব মামলায় খালেদা জিয়ার আদালতে আসার কথা ছিল। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় খালেদা জিয়া আদালতে আসতে পারেন নাই বলে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। সুস্থ হলেই তিনি আদালতে উপস্থিত হবেন বলে আবেদনে বলা হয়। এছাড়া অধিকাংশ মামলায় কার্যক্রম ইতোমধ্যে স্থগিত করেছে হাইকোর্ট। শুনানি শেষে বিচারক আগামী ২৯ জুন পর্যন্ত সময় মঞ্জুর করেন।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন।

হত্যা ও নাশকতার ১০ মামলার মধ্যে দারুস সালাম থানা আটটি এবং যাত্রাবাড়ী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা করা হয়। অন্যটি রাষ্ট্রদ্রোহ মামলায়।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেয়া হয়।

ঢাকাটাইমস/২২মে/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :