আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের আবেদন শুরু ৩০ মে

প্রকাশ | ২২ মে ২০১৭, ১৩:০৮ | আপডেট: ২৮ মে ২০১৭, ১০:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে বে-মেয়াদি আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদাগ্রহণ শুরু হবে ৩০ মে। এর আগে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৩ তম নিয়মিত সভায় এই প্রোসপেক্টাস অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করা যাবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। বিক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করবে আইডিএলসি ফাইন্যান্স, আইডিএলসি সিকিউরিটিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস।

ঢাকাটাইমস/২২মে/ওয়াইএ/এমআর