ঢাবি ছাত্রীর মৃত্যু

জামিন পেলেন ডা. আব্দুল্লাহসহ আট চিকিৎসক

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০১৭, ১৩:৩৫ | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৩:১৫

‘ভুল’ চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যুর ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহসহ আট চিকিৎসক।

সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তিন হাজার টাকা করে মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- ডা. রাশেদ ইউসুফ, ডা. মর্তুজা, লে. কর্নেল ডা. এস এ এম মতলুবুর রহমান, ডা. জাহানারা বেগম (মনা), ডা. মাকসুদা পারভীন, ডা. মাসুদা পারভীন এবং ডা. তপন কুমার বৈরাগী।

এর আগে গত ১৮ মে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম গ্রেপ্তার হওয়ার পর গত ১৯ মে আদালতে হাজির করা হলে তাকেও জামিন দেন সিএমএম আদালত।

গত ১৭ মে জ্বর নিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মে দুপুরে মারা যান তিনি। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেও চৈতিকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়েছে এমন অভিযোগ এনে চৈতির সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন।

ওই ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে সেন্ট্রাল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকাটাইমস/২২মে/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :