ভৈরবে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
কিশোরগঞ্জের ভৈরবে এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা সাত ভরি স্বর্ণ এবং ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
গৃহকর্তা আক্তারুজ্জামান জানান, রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়।
ভৈরব থানার মো. মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও মতামত জানা যায়নি।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এইউ)
মন্তব্য করুন