‘নতুন ভ্যাট আইনে জনজীবন দুর্বিসহ হয়ে ওঠবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৬:১৯

নতুন ভ্যাট আইনে সর্বক্ষেত্রে ১৫% ভ্যাট যুক্ত করা মোটেও যুক্তিসঙ্গত নয় বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক গোলটেবিল বৈঠকে বলেছেন, ‘আগামী ১ জুলাই থেকে যে ভ্যাট কার্যকর হচ্ছে তা জনবান্ধব হয়নি। এই ভ্যাট আইন একদিকে নিম্ন, মধ্য ব্যবসায়ীকে যেমন ক্ষতিগ্রস্ত করবে তেমনি সাধারণ জনগণের জীবন সেই ভ্যাট আইনের কষাঘাতে পড়ে দুর্বিসহ হয়ে ওঠবে।’

সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে ‘সম্ভাবনার বাজেট, বিড়ম্বনার ভ্যাট ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘এখন চলছে খায়খাতিরের পুঁজিবাদ, খায়খাতির করে কিভাবে টাকা ইনকাম করা যায়, সেই অবস্থা চলছে এখন।’

ট্যাক্স হচ্ছে বৃষ্টির পানির মতো উল্লেখ করে বাম দলের এ নেতা বলেন, ‘আমরা ট্যাক্স দিচ্ছি, এটা বৃষ্টির পানির মতো আমাদের ওপর পড়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে তা জনগণের সব জায়গায় বৃষ্টির বর্ষণ হয় না, পুঁজিবাদীদের ওপরেই এই ভ্যাটের বৃষ্টি পড়ে।’

প্রিন্স বলেন, ‘বলা হচ্ছে এবারের বাজেটে অতিরিক্ত ৬৩ হাজার কোটি টাকা বাড়তি আয় করতে হবে। এই টাকা জনগণের ওপর না ধরে খেলাপি ঋণ আদায় করুন। ১৬ কোটি জনগণের পকেট কেটে এই টাকা আয় করার কোনো মানে হয় না।’

আমাদের কণ্ঠ স্বোচ্চার করতে হবে জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘চা পানি থেকে শুরু করে সব জায়গায় ১৫% ভ্যাট দিতে হচ্ছে। আমাদের কণ্ঠ স্বোচ্চার না করলে এই অবস্থা চলতেই থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাসদের নেতা রাজেকুজ্জামান রতন, কবির হোসেন তন্ময়, অধ্যাপক আবিদা সুলতানা প্রমুখ।

(ঢাকাটাইমস/২২মে/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :