ঢাবির সিনেট প্রতিনিধিতে নীলদল ৩৩, সাদাদল ২

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের প্যানেল নীলদল। ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীলদলের ৩৩ জন আর বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদাদলের দুইজন প্রতিনিধি বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

নির্বাচনে দুই পক্ষের মোট ৬৯ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন। যার মধ্যে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচন করেন।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

নীলদলের বিজয়ী প্রার্থীরা হলেন- নীলদলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন (৭৬১), অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া (৮১৮), অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন (৮০৩), অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ (৭৫০), অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন (৭৬৬), অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ (৮০৩), অধ্যাপক এস এম আব্দুর রহমান (৭৩৮), কাজল কৃষ্ণ ব্যানার্জী (৭০৯), কাজী হানিয়াম মারিয়া (৬৮৪), চন্দ্রনাথ পোদ্দার (৭৭৮), জান্নাতুল ফেরদৌস (৭৩০), পাপিয়া হক (৬৮১), লাফিফা জামাল (৭৬২), তৌহিদা রশীদ (৬৫৮), দেলোয়ার হোসাইন (৭৭৭), বায়তুল্লাহ কাদেরী (৬৯৬), মুবিনা খন্দকার (৭৮২), মো. আফতাব আলী শেখ (৯২৭) মো. আফতাব উদ্দিন (৭৪৫), মো. আব্দুল আজিজ (৭৬২), মো. আব্দুস ছামাদ (৭৯৬), মো. জিয়াউর রহমান (৮৬৩), মো. ফজলুর রহমান (৬৮১), মো. মজিবুর রহমান, মোহাম্মাদ আলী আক্কাস (৭১৯), শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৪৫), সাবিতা রিজওয়ানা রহমান (৮৭৫), সুপ্রিয়া সাহা (৭৪০), সুব্রত কুমার আদিত্য (৭৬০), বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ (৮২৭), হাসিবুর রশীদ (৭৬০), সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম (৬৮২), ও সহকারী অধ্যাপক নুসরাত জাহান (৬৮৩)।

নীলদল থেকে একমাত্র মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সায়মা খানম বিজয়ী হতে পারেননি।

সাদাদলের বিজয়ী প্রার্থীরা হলেন ড. এবি এম ওবাইদুল ইসলাম ও মো. লুৎফর রহমান । তারা যথাক্রমে ৮২২ ও ৬৬৭ ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/২২মে/সাজ্জাদ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :