ওয়ানডে র‌্যাঙ্কিয়ে মোস্তাফিজের উপরে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৬:৩১

ইনজুরি কাটিয়ে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেন মোস্তাফিজুর রহমান। তবে নিজেকে ফিরে পেতে একটু সময় নেন কাটার বয়। শ্রীলঙ্কা সফরে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। তবে নিজের আসল চেহারায় ফিরেছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করার পর জ্বলে উঠেন আয়ারল্যান্ডের বিপক্ষে। চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ওভার প্রতি রান দেন মাত্র ২.৫৫ করে।

দারুণ এ পারফরম্যান্সে আইসিসি বোলার র‌্যাঙ্কিয়ের ১৩ ধাপ উপরে ওঠে গেলেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে চলে এসেছেন তিনি। অবশ্য মোস্তাফিজের উপরেই আছেন অভিজ্ঞ পেসার ও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফ বিন মোর্তুজা। তিনি আছেন ১৫ নম্বরে।

সেরা দশে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার সাকিব আল হাসান।আয়ারল্যান্ডে সুবিধে করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে জায়গা হয়েছে তার।

ওয়ানডে বোলারদের তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তার পয়েন্ট ৮৭৬। দ্বিতীয় স্থানে থাকা অজি পেসার মিচেল স্টার্কের পয়েন্ট ৭৮৩।

(ঢাকাটাইমস/২২মে/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :