ভৈরবে পানির ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে খাজা রাইস মিলের পানির ট্যাংকিতে পরে তিন বছর বয়সী মুর্শিদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির বাবার নাম হাবিব মিয়া এবং গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার শিবপুর গ্রামে। তার পরিবার দীর্ঘদিন ধরে তারা এই চাতাল মিলের শ্রমিক হিসেবে কাজ করছেন।
শিশুটির মা শিরিনা বেগম জানান, সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে তার মেয়ে মিলের পানির ট্যাংকিতে পড়ে যায়। পরে শ্রমিকেরা তাকে মৃত অবস্থায় পানির ট্যাংকি থেকে উদ্ধার করে।
মিল ম্যানেজার মো. ওবাইদুল্লাহ জানান, এই মিলে অনেক মহিলা শ্রমিক পরিবারসহ কাজ করে। পরিবারের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এইউ)
মন্তব্য করুন