অপরাজনীতি তো শুরু করেছে বিএনপিই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মে ২০১৭, ১৯:৫৬ | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৭:০৬

গুলশান কার্যালয়ের তল্লাশি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টুইটে করা বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, খালেদা জিয়া যে অপরাজনীতি বিদায় করার কথা বলেছেন, সে অপরাজনীতি শুরু করেছে বিএনপিই।

সোমবার রাজধানীতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগ নেতা।

রাষ্ট্রবিরোধী নথিপত্র থাকার সন্দেহে শনিবার সকালে গুলশান ২ এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে দুই ঘণ্টার তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানায় বাহিনীটি। আর গত কয়েক মাস ধরেই শান্ত রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি তোলপাড় তৈরি করে।

তল্লাশির প্রতিবাদে রবিবার দেশজুড়ে বিক্ষোভ পালন করে বিএনপি। বিভিন্ন এলাকাতেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে, বেশ কিছু জেলায় আটকও হয়েছে কয়েকজন।

এই অবস্থায় রবিবার এক টুইটবার্তায় খালেদা জিয়া বলেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

বিএনপি নেত্রীর এই টুইটবার্তায় দেয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল দেখলাম বিএনপির চেয়ারপারসর খালেদা জিয়া টুইট করেছেন। সেখানে তিনি অপরাজনীতির বিদায় করতে চান। আমি বলবো দেশে অপরাজনীতি শুরু করেছেন আপনারা। বাংলাদেশে যত অপরাজনীতি হয়েছে, সব বিএনপিই করেছে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই অপরাজনীতি নিয়ে আপনার (খালেদা) কন্ঠে বড় বড় সুন্দর কথা মানায় কি?’।

বাংলাদেশে রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশি এই প্রথম নয়।

২০১৩ সালের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় দলের সে সময়ের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকে।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের জোট সরকার ক্ষমতায় থাকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়েও তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

ওই সরকারের আমলেই ধানমন্ডিতে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই (সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন)-এর কার্যালয় সিলগালা করে দিয়েছিল পুলিশ।

ঢাকাটাইমস/২২মে/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :