‘মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন হওয়ায় আদিবাসীরা পিছিয়ে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৭:১৮

মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিচ্ছিন্ন হবার কারণে আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বলেছেন, ‘রাজনৈতিক সংস্কৃতি মানুষকে দিন দিন এই চেতনা থেকে বিচ্ছিন্ন করছে।’ আদিবাসীদের জন্য গঠিত ভূমি কমিশনকে ওই জনগোষ্ঠীর জন্য কাজ করার দাবি জানান তিনি।

‘সমতলে আদিবাসীদের ভূমি অধিকার সংরক্ষণে পৃথক ভূমি কমিশনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নেটওয়ার্ক অব নন মেইনস্ট্রিম মার্জিনালইজড কমিউনিটিস ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম মারুফ হাসান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যরা।

দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর দাবি আদায় এবং তাদের বঞ্চনা, প্রান্তিকতার অংশীদারিত্ব নিতে সবাই প্রতি আহ্বান জানান সুলতানা কামাল।

(ঢাকাটাইমস/২২মে/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :