রাজশাহীর তিন জেলায় আ.লীগের কর্মিসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৮:৪১

দলকে চাঙা করতে রাজশাহী বিভাগের তিন জেলায় সফরে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এর অংশ হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় কর্মিসভা অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি ও কর্মিসভা হবে মঙ্গলবার। একই দিন বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে। এর পরদিন বুধবার রাজশাহী, বৃহস্পতিবার পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

জানা যায়, দলকে নির্বাচনমুখী করার অংশ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখন তৃণমূলমুখী। তৃণমূলকে গতিশীল করে নির্বাচনমুখী করা, ছোট-খাট ভুল বোঝাবুঝি মিটমাট করে সংগঠনমুখী করতে তৃণমূল নেতাকর্মীদের আরও চাঙ্গা করার মিশন আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের বৈঠক, তারপর বিশেষ কর্মিসভা, সবশেষ বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনউদ্দিন মণ্ডল বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে মঙ্গলবার দিনভর জেলা আওয়ামী লীগ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করবে। বিকালে জেলার পৌরসভা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে আগামী নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এসব কর্মসূচি রুটিন ওয়ার্ক। এখন তিন জেলায় প্রতিনিধি সভা হবে। এর আগে বগুড়া ও নওগাঁতেও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে পুরো বিভাগজুড়ে আওয়ামী লীগকে আরও গতিশীল ও নির্বাচনমুখী করতে জেলা ও উপজেলা পর্যায়েও নিয়মিত কর্মসূচি থাকবে।

তিন জেলায় জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা, কর্মিসভা ও জনসভায় অংশ নিতে তিন দিন রাজশাহীতে অবস্থান করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

(ঢাকাটাইমস/২২মে/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :