কুমিল্লায় আইজিপির নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী র‌্যালি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৯:৩৫

কুমিল্লায় মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি হয়েছে। সোমবার নগরীর টাউনহল মাঠে ওই র‌্যালির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) ব্যবস্থাপনায় ওই র‌্যালিতে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, জেলা ও পুলিশের পদস্থ কর্মকর্তাগণসহ কুমিল্লা কলেজ বিতর্ক পরিষদের নেতৃবৃন্দ, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি টাউন হল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনসে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জয়লাভ করে।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :