তাহিরপুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
তাহিরপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মুখলেছ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় রামজীবনপুর গ্রামের হালির হাওরে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। পরে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমদ।
গতকাল রবিবার সকাল ৮টায় মুখলেছ মিয়া জাল নিয়ে রামজীবনপুর গ্রামের দুশো গজ পূর্বদিকে মাছ ধরতে গিয়েছিলেন। দুপুর পেরিয়ে যাওয়ার পরও বড়িতে না ফেরায় স্বজনরা সেখানে গিয়ে দেখে জাল ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রামজীবনপুর গ্রামের মুখলেছ মিয়ার লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে সোমবার বিকালে দাফন করেছে স্বজনরা।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন