আট দিন ধরে নিখোঁজ কলেজছাত্র ইসকেন্দার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ২০:২২
অ- অ+

সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র হাফেজ ইসকেন্দার আলীকে মেস থেকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মে রাত দুইটার দিকে শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন হাজী মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি সাতক্ষীরা কলেজের পদার্থ বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে পাখিমারা গ্রামে।

নিখোঁজ ইসকেন্দার আলীর ভাই মেরাজ জানান, গত ১৪ মে রাত দুইটার দিকে তার ভাইকে মেস থেকে তুলে নিয়ে যায় পুলিশ পরিচয়ে। সেখান থেকে তার ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে রবিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইসকেন্দার আলীর সহপাঠী আরিফ বিল্লাহ জানান, ১৪ মে রাত ১টার দিকে তারা ঘুমাতে যায়। সকালে উঠে দেখে তাদের মেসের রুমগুলো বাইরে থেকে তালা দেয়া। ধারণা করছে, ঘুমানোর কিছু পরপরই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা