দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ২২:২৫

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ৪৬ কোটি টাকার দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রবিবার উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হয়। গত ২০১৪ সালের ৭ ডিসেম্বর সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। মামলা নং- ১৯। ২০১৭ সালের ৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেন দুদকের চট্টগ্রাম উপপরিচালক সৈয়দ আহমেদ। এ মামলায় ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার, নুর মোহাম্মদ সিকদার, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলম, সার্ভেয়ার মোহাম্মদ ফখরুল ইসলাম। এদের মধ্যে জামিনে আছেন আবুল কাশেম মজুমদার ও নুর মোহাম্মদ সিকদার।

মামলায় দুদক পক্ষে ছিলেন মো. আব্দুর রহিম ও মো. সিরাজ উল্লাহ। আসামি পক্ষে ছিলেন নুর সুলতানাসহ কয়েকজন আইনজীবী।

(ঢাকাটাইমস/২২মে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :