বাসচাপায় প্রাণ গেল দুই সন্তানসহ মোটরসাইকেল আরোহীর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় বাসচাপায় দুই সন্তানসহ মোটর সাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে সফিকুর রহমান, তার সাত বছরের মেয়ে ও দেড় বছরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সফিকুর রহমান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটর সাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। আজ রাত সাড়ে ৭টার দিকে মোটর সাইকেলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় পৌঁছলে একই গামী একটি বাস মোটর সাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সফিকুর রহমান ও তার দুই শিশু সন্তান নিহত হন। এসময় গুরুতর আহত হন সফিকুরের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমোদিনী হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন