পিরোজপুরে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরে উম্মে হাবিবা নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। কলেজছাত্রী পিরোজপুরের আফতাব উদ্দিন কলেজের ছাত্রী ছিলেন।
সোমবার চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার দুপুরে ছাত্রী উম্মে হাবিবা কলেজে আসেন। পরে ওই কলেজের ছাত্রীদের কমনরুমের টয়লেটে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত কোন বিষয়। এজন্যই সে বিষপানে আত্মহত্যা করতে পারে।
উম্মে হাবিবা ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মো. হারুন শেখের কন্যা ও আফতাব উদ্দিন কলেজের ডিগ্রি (পাস কোর্সের) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন