কনসার্টে হামলায় ‘ভেঙে পড়েছেন’ গায়িকা আরিয়ানা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০১৭, ১১:১৮ | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১০:৫৭

ব্রিটেনের ম্যানচেস্টার এরিয়ানায় পপ কনসার্টে বিস্ফোরণের ঘটনার ‘ভেঙে পড়েছেন’ মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দে। বিস্ফোরণে ১৯ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

টুইটারে আরিয়ানা লেখেন, ‘শারীরিক ভাবে আমি অক্ষত। কিন্তু মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছি। আমি খুব খুব দুঃখিত। আমার বলার কোন ভাষা নেই।’

আরিয়ানার ব্যবস্থাপক স্কুটার ব্রাউন বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে।’

২৩ বছর বয়সী মার্কিন এই গায়িকার পারফর্ম শেষ হওয়া মাত্রই সোমবার বিকালে প্রচণ্ডে শব্দে কেঁপে উঠে ম্যানচেস্টার এরিনার কনর্সর্ট স্থল। যেখানে কনসার্ট চলছিল সেই ম্যানচেস্টার এরিনাতে ১৮ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।

বিস্ফোরণের সময়ে ওই কনসার্টে উপস্থিত ছিল হাজার হাজার আরিয়ানের ভক্ত। অনেক অল্প-বয়সী ছেলে-মেয়েরা ছিল। তাদের বের করে নিয়ে আসতে দেখা যায় পুলিশকে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন এটি 'আত্মঘাতী হামলা'।

ব্রাউন আরও বলেন, ‘এই কাণ্ডজ্ঞানহীন হামলায় যারা হতাহত হয়েছেন তাদের এবং পরিবারের প্রতি সহানুভূতি জানানোর ভাষা নেই আমাদের। এই কাপুরুষোচিত হামলায় যেসব শিশুর প্রাণ গিয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল।’

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে কনসার্টে এই হামলাকে "ভয়ংকর হামলা" বলে বর্ণনা করেছেন। তিনি নির্বাচনী সব কাজ স্থগিত রেখেছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯, আহত অন্তত ৫০। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

টেইলর সুইফট, কেটি পেরি, হ্যারি স্টাইল থেকে শুরু করে অনেক পপ তারকাই এই হামলায় তাদের উদ্বেগ ও ঘৃণা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৩মে/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :