১৭ বিচারকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১২:০৯

অধঃস্তন আদালতের ১৭ বিচারকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট সবাই বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এই ১৭ বিচারকের অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও থাইল্যান্ড যাওয়া কথা রয়েছে।

এই ১৭ বিচারক হলেন- আইন কমিশনের সচিব মো. আলী আকবর (অস্ট্রেলিয়া), আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম (সৌদি আরব), আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া (ইন্দোনেশিয়া), আইন মন্ত্রণালয়ের উপ সচিব শেখ হুমায়ুন কবির (অস্ট্রেলিয়া), দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ (অস্ট্রেলিয়া), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. হাসানুল ইসলাম, (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. বদিউজ্জামান (থাইল্যান্ড), আইন মন্ত্রণালয়ের উপ সলিসিটর মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ (অস্ট্রেলিয়া), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরী (অস্ট্রেলিয়া), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক এফ এম আহসানুল হক (অস্ট্রেলিয়া), আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা ফাতেমা জাহান স্বর্ণা, (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহাকরী সচিব মো. নুরুল আলম সিদ্দীক (অস্ট্রেলিয়া), প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ইয়াসমিন বেগম (অস্ট্রেলিয়া), আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী মুশফিক মাহবুব রবিন (অস্ট্রেলিয়া), জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান (অস্ট্রেলিয়া)।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশিক্ষণ ও সফরের জন্য এই ১৭ বিচারকের অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও সৌদি আরব যাওয়ার অনুমতি দিয়ে আইন মন্ত্রণালয় এর আগে অফিস আদেশ জারি করেছিল। কিন্তু গত ৯ মে সুপ্রিম কোর্টের জারি করা এক সার্কুলারে বলা হয়, ‘বিচারিক পদে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ আইন মন্ত্রণালয়, সংসদ সচিবালয় বা যেখানেই প্রেষণে কর্মরত থাকুক না কেন, সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেকে বিদেশ গমন না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৩মে/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :