কালকিনিতে ইয়াবাসহ চোরাকারবারী গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মফিজুল ইসলাম। ২৮ বছর বয়সী মফিজুলকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা পায় পুলিশ।
মফিজুল পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মনির ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক মো. জুয়েল হোসেন, সঞ্জয় কুমার ঘোষ ও বাবুল বসুর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মফিজুলকে গ্রেপ্তার করে।
এসআই মো. জুয়েল বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন