ময়মনসিংহে বাতাসে বাড়ছে আগুনে হাওয়ার তেজ

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৩:১৮

চলতি সপ্তাহে বাতাস যেন আগুন ঝড়াচ্ছে! সূর্যের প্রখরতায় গরম হাওয়ার পারদে এখন ভ্যাপসা পরিস্থিতি ময়মনসিংহে! দিন যত গড়িয়ে যাচ্ছে বাতাসে আগুনে হাওয়ার তেজ আরও বাড়ছে।

গেল মৌসুমে সর্বকালের রেকর্ড ভেঙেছিল গরম। এবারও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ময়মনসিংহবাসী।

টানা রোদে থাকলে অসুস্থ হয়ে পড়তে পারেন অনেকে। চিকিৎসকেরা বলছেন, দিনের বেলা বাইরে বেরোতে হলে ছাতা, টুপি, সানগ্লাস সঙ্গে রাখুন। বাইরের খোলা পানি, রঙিন শরবত, মশলাদার খাবার এড়িয়ে চলুন। সম্ভব হলে বাড়ি থেকে পানির বোতল নিয়ে বেরোন। রোদ থেকে ঘরে ঢুকেই এসি চালাবেন না। টানা রোদে থাকলে ঠান্ডা পানীয় এড়ানো ভালো বলছেন তারা।

গরমের অস্বস্তি থেকে স্বস্তি পেতে পুকুর-ডোবা, নদীতে ছুটছেন অনেকেই। ভিড় বেড়েছে ঠান্ডা পানীয় ও মৌসুমী ফল তরমুজ আর ডাবের দোকানেও।

ভিড় চোখ পড়ছে ফ্যান, এসি এবং ফ্রিজের দোকানে। যাদের এসব পুরনো আছে, তারাও সেগুলো পরিষ্কারে ও মেরামতে ব্যস্ত।

গরমের জ্বালা নিয়ে জোর চর্চা চলছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। পার্ক, নদীর পাড়ে একটু শীতল বাতাস শরীরে ছোঁয়াতে যাচ্ছেন অনেকেই।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :