শৈলকুপায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৫:০৬

ঝিনাইদহের শৈলকুপায় মুন্সী আশরাফ উদ্দিন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে শৈলকুপার কাঁচেরকোল গ্রামে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মোহী (পিএসসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার বাবর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. হাকিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :