ভুরুঙ্গামারীতে ২২টি গরুসহ দুইজন আটক

প্রকাশ | ২৩ মে ২০১৭, ১৫:৩৮

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মনির হোসেন (২৫) ও ফনির হোসেন (২২) নামে দুই ভাইকে অবৈধভাবে গরু পাচারের অভিযোগে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খয়বরের মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির নায়েক সুবেদার আলাউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেইনপিলার ৯৬৩ এর আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের খয়বরের মোড় নামক স্থান থেকে ভারতীয় ২২টি বাছুরগরুসহ মনির হোসেন ও ফনির হোসেন নামে দুই ভাইকে দুটি ইঞ্জিনচালিত ভটভটিসহ আটক করা হয়। আটককৃতরা উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের মেহের আলীর ছেলে। জব্দকৃত গরুর মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়ালউদ্দীন আহমেদ জানান, আটককৃতদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত ভটভটি ও বাছুরগরু কাস্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে প্রকাশ্য নিলাম করা হবে।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)