লালমনিরহাটে বিনামূলে দুই শতাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৫:৫৮

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বড়ুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়।

বেসরকারি সংস্থা আরডিআরএস আই কেয়ার প্রজেক্ট এর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২১৫ জন শিশু শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের ভিটামিনযুক্ত সবজি খেতে আগ্রহী করে তুলতে স্কুল মাঠে সবজি বাগান তৈরি এবং স্কুলের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী ফেরদৌসী রহমান বিউটি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিজওয়ানুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, আরডিআরএস আই কেয়ার প্রজেক্ট’এর রিসোর্স পারসন মুনিম হোসেন প্রতীক, ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :