তাহিরপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৮:৪৩
অ- অ+
ফাইল ছবি

তাহিরপুরে যাদুকাটা নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

নিহত দুই ভাই বোন হলো উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের জামাল উদ্দিনের মেয়ে আরজিনা বেগম (৯) ও ছেলে মাহফুজ আলম (৪)।

নিহত ভাই-বোন লাউড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কোনো এক সময় শিশু দুটি পরিবারের অজান্তে বসতবাড়ির পাশে যাদুকাটা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ছোট ভাই মাহফুজ পানিতে তলিয়ে গেলে বড় বোন আরজিনা বেগম তাকে বাঁচাতে গিয়ে দুই ভাই বোনেই যাদুকাটা নদীর গর্ভে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা ও স্বজনরা অনেক খোঁজা–খুঁজির প্রায় ঘণ্টা খানেক পর তাদের মরদেহ উদ্ধার করে রাত ১২টায় পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
খুনের ঘটনায় যেন অপমৃত্যু মামলা রেকর্ড না হয়, সতর্ক করলেন ডিএমপি কমিশনার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা