মৃত ও শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র: বাদীকে ব্যাখ্যা দিতে সময় মঞ্জুর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৯:১৩

এগার মাসের এক শিশু এবং এক মৃত ব্যক্তিকে মামলার আসামি করা এবং পরবর্তীতে অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে দেয়ার মামলার বাদী মো. হাবিবুর রহমানকে আগামী ৩০ মে পর্যন্ত সময় দিয়েছে আদালত।

মঙ্গলবার ওই বাদীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ব্যাখ্যার নতুন এ তারিখ ঠিক করেন।

এর আগে রাজধানীর মিরপুর থানাধীন ৫৩, মধ্য পাইকপাড়ার এ বাসিন্দাকে ২৩ মে আদালতে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলামের ২৮ মে ব্যাখ্যা দেয়ার দিন ধার্য আছে।

আরিফুর রহমান নামে এক মৃত ব্যক্তি এবং রুবেল নামে ১১ মাসের এক শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার অভিযোগ মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর গত ১৪ মে তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম এবং মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার ও সতর্ক করা হয়েছে।

রাজধানীর মিরপুর মডেল থানার চুরি ও মারামারির ওই মামলায় এর আগে গত ৯ মে তদন্তকারী কর্মকর্তাকে ১৬ মে হাজির হতে তলব করে আদালত।

অভিযোগপত্রে ১১ মাসের শিশু রুবেল রাজধানীর মিরপুর থানাধীন ৩৩৮ উত্তর পীরেরবাগের আবুল কাশেমের ছেলে। আবুল কাশের নিজেও ওই মামলার আসামি।

অভিযোগপত্রে মৃত ব্যক্তি আরিফুর রহমান রাজধানীর মিরপুর থানাধীন ১৭৮/বি মধ্য পাইকড়ার মৃত মাহবুব উল্লাহর ছেলে।

আইনজীবী মুহাম্মাদ শফিকুল ইসলাম জানান, শিশুর বাবা আবুল কাশেম তার ১১ মাস বয়সি ছেলের নাম ৩০ বছর উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করায় অবাক হন। গত ৩০ এপ্রিল তাই শিশু রুবেলকে সশরীরে আমরা আদালতে হাজির করি এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র হওয়ার বিষয়টি আদালতকে অবহিত করি। ওইদিন বিচারক আইওকে ৯ মে আদালতে তলব করেন।

তিনি আরও জানান, শিশু রুবেল ২০১৬ সালের ৬ জুন জন্মগ্রহণ করে। তার বয়স ৩০ বছর দেখিয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে। অন্যদিকে ঘটনার তিন বছর আগে আরিফুর রহমান ২০১৩ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন। শিশু রুবেল এবং মৃত আরিফের বিরুদ্ধে বাদীর মামলা এবং তদন্ত কর্মকর্তা তদন্ত ছাড়াই অভিযোগপত্র দেন। তাই তাদের উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বাদীর মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৬ জুন ১৬৩, মধ্য পাইকপাড়ার বাদীর বাড়িতে আসামিরা অবৈধভাবে প্রবেশ করে বাড়ি দলিল নেওয়ার চেষ্টা করে। বাদী ও তার পরিবারকে মারধর করে এবং মোবাইল ও স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৩মে/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :