বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন সমাবেশ

বরিশাল ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২০:০৮

পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল, বিড়িশিল্প নিয়ে অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদ এবং বিড়ি শ্রমিকদের ন্যায্যদাবি আদায়ের লক্ষে বরিশালে মানবন্ধন করেছে বিড়িশ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার হলের সামনে এই মানবন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন তারা।

কারিকর বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে মানবন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরাও মানি। তবে বিড়ির ওপর যে হারে কর বর্ধিত করা হয় বা করারোপের কথা বলা হয় সিগারেটের ব্যাপারে তা করা হয় না।

তিনি আরো বলেন, ১৫ থেকে ১৬ লাখ শ্রমিক বিড়ি তৈরির পেশায় নিয়োজিত। তাই বিড়ির প্রতি বৈষম্য না করে সিগারেটের প্রতি কর বাড়ানোর দাবি করেন তিনি।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতা ফারুক সিকদার, মোক্তার হোসেন প্রমখ।

(ঢাকাটাইমস/২৩মে/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :