বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে: দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২১:২২
অ- অ+

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারণা দলীয় নেতাকর্মীদেরই করতে হবে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বেসকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক এ ক্রিকেটার বলেন, সাধারণ জনগণকে সরকারের উন্নয়ন সর্ম্পকে ধারণা না দিলে তারা অন্ধকারেই থেকে যাবে। তাই তৃণমূল পর্যায়ে দলীয় বিভেদ ভুলে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মনোরঞ্জন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কলেজের জায়গার সকল সম্পত্তির দলিল সাব রেজিস্ট্রারের মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা