ভারতে তীর্থযাত্রীদের বাস নদীতে, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৪:২৬ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৪:২২

ভারতের উত্তরাখাণ্ড রাজ্যের বাঘিরথী নদীতে তীর্থযাত্রীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাঙ্গোত্রী মন্দির থেকে ফেরার পথে উত্তরকাশী জেলার নালুপানি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায়।

মধ্যপ্রদেশের ইন্দোর জেলা থেকে আসা ওই তীর্থযাত্রীদের মধ্যে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের চিনইয়ালিসাউদ কমিউনিটি হেলথ সেন্টার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই জেলা থেকে ৫৭ জন উত্তরাখাণ্ডে তীর্থ দর্শনে এসেছিলেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

(ঢাকাটাইমস/২৪মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :