‘উন্নয়নের কথা শ্রোতার কাছে পৌঁছাতে বেতারের ভূমিকা যুগান্তকারী’

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৪:৩৭

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জীবন ও উন্নয়নের কথা শ্রোতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বেতারের ভূমিকা যুগান্তকারী। শ্রোতাদের শুধু বিনোদনই নয় খুলনা বেতার শ্রোতাদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

তিনি আজ বুধবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বেতার শ্রোতা সম্মেলন-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা বেতার এ অনুষ্ঠানে আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বেতারের মাধ্যমেই সারা দেশের মুক্তিকামী মানুষ প্রথম শুনতে পায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতা যুদ্ধে দেশাত্মবোধক গান প্রচারের মাধ্যমে জনগণকে অনুপ্রাণিত করতে অপরিসীম ভূমিকা রেখেছিল। আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই বেতার শোনা যায়।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দিতে বেতার একটি শক্তিশালী মাধ্যম। তিনি খুলনা বেতারের মাধ্যমে দক্ষিণাঞ্চলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ অনুষ্ঠান প্রচার করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ। স্বাগত বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন।

অনুষ্ঠানে শ্রোতারা খুলনা বেতারের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় তারা এফএম সম্প্রচারের পরিধি বৃদ্ধি করা, যান্ত্রিক ক্রটিগুলো কমিয়ে আনা, বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধি করা, ই-মেইল, ফেসবুক ও মোবাইলের পাশাপাশি চিঠি লেখার ব্যবস্থা চালু রাখাসহ শ্রোতাদের মতামতের মূল্যায়ন করার দাবি জানান।

শ্রোতা সম্মেলন অনুষ্ঠানে খুলনা বেতারের কর্মকর্তা, শিল্পী, কলাকৌশলীসহ ৭০টি সাধারণ শ্রোতা ক্লাব ও ১৩৮টি কিশোর-কিশোরী শ্রোতা ক্লাবের প্রায় এক হাজারের বেশি শ্রোতা অংশগ্রহণ করেন।

পরে বেতারে নিজস্ব শিল্পী ও শ্রোতাদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

দুপুরে প্রতিমন্ত্রী ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত স্বাস্থ্য কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

(ঢাকাটাইমস/২৪মে/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :