দিনাজপুর ও গাইবান্ধায় জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৫:২৪
অ- অ+

দিনাজপুরের চেহেলগাজি ও গাইবান্ধার বাসস্ট্যান্ড এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, যারা পলাতক আসামি বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

আটকরা হলেন গাইবান্ধার রামচন্দ্র এলাকার বাদশা মিয়ার ছেলে বাদল এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঘোরাবান এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল।

সংবাদ সম্মেলনে রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক এটিএম আতিক উল্লাহ জানান, জেএমবি সদস্য বাদল মিয়া ওরফে বাদল হানজালা গত আট বছর আগে গাইবান্ধা থেকে আত্মগোপন করে নারায়নগঞ্জে গোপনে ইমামতি করতেন এবং মসজিদের মুসল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করতেন। সেখানে তিনি জিহাদ এবং কিতালের লিফলেন বিতরণ করতেন। অন্যদিকে বেলাল হোসেন জেএমবির নিয়মিত চাঁদা আদায় করতেন। দুজনই বিভিন্ন সময় এই এলাকায় এসে জেএমবির সাংগঠনিক কাজ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাদলের নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং বেলালের নামে দিনাজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২৪মে/আরআই/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা