বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী’ নিহত, গফরগাঁওয়ে মিষ্টি বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:৫৬ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৫:৪৬

‘সন্ত্রাসী’ আশরাফুল আলম ওরফে ঢোল বন্ধুকযুদ্ধে নিহত হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার অন্তত ৫০টি স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। নিহত এই ‘সন্ত্রাসী’র বাড়ি ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার রাঘাইচটি গ্রামে।

মঙ্গলবার রাত ৩টার দিকে ত্রিশালের উপজেলার কাঁঠাল ইউনিয়নের বাঘা গ্রামে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধে ঢোল নিহত হয়। এ সময় পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করে।

নিহত এই ‘সন্ত্রাসী’র বিরুদ্ধে গফরগাঁওসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী বন্ধুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, কাঁঠাল ইউনিয়নের বাঘা গ্রামের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি খবর পুলিশের কাছে আসে। ওই খবরে মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালানোর পূর্বে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ‘সন্ত্রাসী’ ঢোল নিহত হয়। তাছাড়াও দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করে।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :