কাজী নজরুলের গল্পে টেলিফিল্ম বেদনার প্রতিদান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৫:৫৪

ছোট বেলায় মা-বাবা হারিয়ে অসহায় জীবন-যাপন করে বেদৌরা (হিমি)। অবশেষে আশ্রয় নেয় মামা-মামীর সংসারে। প্রথম দিকে ভালোই চলছিলো। কিন্তু মামীর অত্যাচার ও বখাটের কুনজরে বাড়ি ছাড়তে হয় বেদৌরাকে। আশ্রয় হয় দারাদের বাড়িতে (শুভ)। কিন্তু সেখানেও সুখ বেশিদিন স্থায়ী হয় না, হুট করেই মৃত্যু হয় দারার মা’র। এদিকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দারা চলে যায় যুদ্ধে। এদিকে বেদৌরা হয়ে যায় একা। এই সুযোগ নেয় বখাটে সাইফুল মুলক...। শেষ পর্যন্ত বেদৌরার কি হবে?। এ প্রশ্নের উত্তর মিলবে চ্যানেল আই -এর পর্দায় ২৪ মে বিকেল ৩.০৫ মিনিটে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘বেদনার প্রতিদান’ টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান। এ টেলিফিল্মে বেদৌরার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি ও দারার চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, হান্নান শেলী, মাহবুবা রেজানুর, হিমে হাফিজ প্রমুখ।

ঢাকাটাইমস/২৪মে/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :