গ্রেপ্তারের পর এবার অভিজিতের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:১৬ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:০৭

নারীদের বিরুদ্ধে ক্রমাগত ‘আপত্তিকর ও বাজে মন্তব্যের কারণে এবার গায়ক অভিজিৎ ভট্টাচার্যের অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার।

খবরে প্রকাশ, অভিজিতের বিরুদ্ধে অনুপযুক্ত ও অপমানজনক বাক্য ব্যবহার করার অভিযোগ তোলেন বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী। এরপরই, মাইক্রো ব্লগিং সাইটের তরফে গায়কের অ্যাকাউন্ট সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে গায়কের টুইটার হ্যান্ডলে গেলে সেখানে লেখা ভেসে উঠছে– ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড। দিস অ্যাকাউন্ট হ্যাস বিন সাসপেন্ডেড’।

গত ২২ মে, টুইটারে জেএনইউ পড়ুয়া তথা সমাজকর্মী শীলা রশিদকে তুমুল আক্রমণ করেন অভিজিৎ। এমনকী, তার চরিত্র নিয়েও আপত্তিজনক মন্তব্য করে বসেন।

এরপরই, গায়কের বিরুদ্ধে টুইটারে অভিযোগ জানান কয়েকজন নেটিজেন। তাতেই কাজ হয়। যদিও, এই সাসপেন্ড সাময়িক না স্থায়ী, তা পরিষ্কার নয়। প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও, অভিজিতের বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠেছিল। নারী সাংবাদিক স্বাতী চতুর্বেদীর বিরুদ্ধে একাধিক আপত্তিকর টুইট করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হন অভিজিৎ।

তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেপ্তারও হন তিনি। পরে অবশ্য জামিন পেয়ে কান্নায় ভেঙে পড়েন। জানান, এমন কাণ্ড তিনি করবেন না। যদিও, সেই অনুশোচনা যে বেশিদিন টেকেনি, তা বলাই বাহুল্য।

এদিকে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য অরুন্ধতী রায় ও জেএনইউ দায়ী করেছেন অভিজিৎ।

ঢাকাটাইমস/২৪মে/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :