বিতর্কিত মন্তব্যে গ্রেপ্তার অভিনেতা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:১৭ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:০৮

বিতর্কিত মন্তব্যের জন্য এবার গ্রেপ্তার করা হল তেলুগু অভিনেতা চলপতি রাওকে। হায়াদ্রাবাদ পুলিশ জানায়, সরুরনগর থানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার একটি অনুষ্ঠানে নিজের পরবর্তী ছবি ‘রারানডোয়ি ভেদুকা চওধাম’-এর প্রচারে এসেছিলেন চলপতি। জানা গিয়েছে, এ ছবিতে তার একটি সংলাপ রয়েছে, ‘মেয়েরা মনের শান্তি নষ্ট করে।’ এই সংলাপ সম্পর্কে অভিনেতার ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হলে তিনি জানান, নারীরা শুধু যৌনতার জন্যই আদর্শ। তার এ হেন মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায় বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।

যে ছবির প্রচারে এসে এই মন্তব্য করেন চলপতি, সেই ছবিটির প্রযোজক বিখ্যাত দক্ষিণী অভিনেতা নাগার্জুন। ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। চলপতি রাওয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাগার্জুন টুইট করে বলেন, ‘আমি বরাবরই নারীদের সম্মান করি। আমি চলপতি রাওয়ের এই অবমাননাকর মন্তব্যের সঙ্গে কখনওই একমত নই।’

ঢাকাটাইমস/২৪মে/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :