সূচক বেড়েছে তবে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০১৭, ১০:২৪ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারে গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আজ সূচক বৃদ্ধির আড়ালে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে গত দুই দিনের মতো আজও সূচকের উত্থান অব্যাহত রয়েছে। যদিও সেল প্রেসারের কারণে প্রকৌশল, আর্থিক এবং ওষুধ ও রসায়ন খাতে দর পতন ঘটেছে। তারপরও অন্যান্য খাতের ক্রয় প্রেসারে সূচকে ১৭ পয়েন্ট বেড়েছে, যা বিনিয়োগকারীদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এর ফলে টানা তৃতীয় দিনের মতো উত্থানে বিরাজ করছে বাজার। এদিন শুরুতে উত্থান থাকলেও শেষ মাত্রা কিছুটা হ্রাস পায়। বুধবার লেনদেন শেষে সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি ৩৪ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৬১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। আরডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

(ঢাকাটাইমস/২৪মে/আলাল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :