খুলনায় ঈদমেলা বরাদ্দ বাতিলের দাবিতে স্মারকলিপি

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৮:২০ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৬:৫৭

খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের পাবলিক হল (সাবেক জিয়া হল) প্রাঙ্গণটি মাসব্যাপী ঈদ মেলার নামে বরাদ্দ বাতিলের দাবিতে বুধবার ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। খুলনা সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও কেএমপি কমিশনার বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।

নগরীতে একটি চক্রের একের পর এক মেলা আয়োজনের কারণে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ী সংগঠনের। মাসব্যাপী এই ঈদ আনন্দ মেলার বরাদ্দ বাতিল করার জন্য সিটি করপোরেশন এবং যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তারা। তা না হলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন খুলনার ব্যবসায়ীরা।

এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান সেলিম, সাবেক এমপি আ. গফফার বিশ্বাস, সৈয়দ মাসুদ আলী নিলু, কাজী ফেরদৌস হোসেন তোতা, শ্যামল কুমার হালদার, এমএ মতিন পান্না, এসএম ওবায়দুল্লাহ, মো. তোফায়েল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. আতাউর রহমান শিকদার রাজু, মো. কামরুল ইসলাম, দিদারুল আলম বাচ্চু, মো. আ. সাত্তার মাস্টার, চম মুজিবর রহমান, মো. এনায়েত হোসেন, শেখ আ. ইকবাল তুহিন, মো. মাসুদুর রহমান গোরা, মো. ইসলাম খান, মো. মনিরুল ইসলাম মাছুম, মো. আবুল হাসান, মো. সামছুর রহমান, গোলাম মোস্তফা দুলাল, নুরুল ইসলাম মামুন, মো. আব্দুস সালাম, এনায়েত কবির ডন, মাহফুজুর রহমান বাবলু, আবু জাফর মোল্লা, আ. রাজ্জাক ভূঁইয়া, মোজাফফার মোল্লা, চাঁন শরিফ, কাজী ইমামুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির বাবু, মো. জাহিদ হোসেন উজ্জ্বল, মো. মোশারেফ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মে/এসএএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :