মির্জাপুরে ছয় মিষ্টি দোকানির জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৭:২৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে স্বাভাবিক ওজনের চাইতে বেশি ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও দোকানের পরিবেশ সন্তোষজনক না হওয়ায় ছয় মিষ্টি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমিন উপজেলার পাকুল্যা বাজারের মিষ্টি দোকানে এ অভিযান পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, পাকুল্যা বাজারের মিষ্টি দোকানিরা তাদের চাহিদা মতো অর্ডার দিয়ে স্বাভাবিক ওজনের চাইতে বেশি ওজনের প্যাকেট তৈরি করে তা দিয়ে মিষ্টি বিক্রি করে থাকেন। এছাড়া মিষ্টি দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নের অভার রয়েছে।

খবর পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন পাকুল্যা বাজারের ছয়টি মিষ্টি দোকানে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পান। পরে প্রত্যেক দোকানিকে তিন হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিষ্টি দোকানিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে নির্বাহী অফিসার ইসরাত সাদমিন জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা