খুলনায় তিন দিনব্যাপী কবি নজরুলের জন্মোৎসব

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৯:০৪

খুলনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মোৎসব-২০১৭।

বুধবার খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সকলের কবি, মানবতা ও সাম্যের কবি। কবি নজরুল মানুষের কথা ও মানবতার কথা বলতেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিষ্ময়কর প্রতিভা।

কবি নজরুল বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তাঁর লেখনী সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।

জেলা প্রশাসক বলেন, আধুনিক বাংলা গানের প্রতি ক্ষেত্রেই ছিলো তাঁর পদচারণা। কবি বৈচিত্র্যময় অসংখ্য গান ও গজল সৃষ্টি করে বাংলা সংগীত জগতকে উঁচু মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির মানস গঠনে শ্রেণি কক্ষে নিয়মিতভাবে কবি নজরুলের উপর চর্চা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুল হক খান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব এবং উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটির সম্পাদক মো. গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা জেলা প্রশাসন ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উলে¬খ্য, নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিন’শ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৪মে/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :