শৈলকুপার তিন গ্রামে বিদ্যুতের আলো

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২০:৫০

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপার তিনটি গ্রামের সাড়ে তিনশো গ্রাহককে দেয়া হলো বিদ্যুতের আলো।

বুধবার বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ডিপি দাখিলমাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

পিড়াগাতী-দিঘলগ্রাম চাকরিজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, শৈলকুপা পল্লী বিদ্যুতের এজিএম শ ম মিজানুর রহমান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, পিড়াগাতী-দিঘলগ্রাম চাকরিজীবী সমিতির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু।

এসময় বিদ্যুতের সুইচ টিপে আশুরাট, দিঘলগ্রাম ও পিড়াগাতী গ্রামে ৯০ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩’শ গ্রাহকদের জন্য ছয় কিলোমিটার বিদ্যুতের লাইন সংযোগের উদ্বোধন করা হয়।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :