ভৈরবে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২১:২৩
অ- অ+

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ছয় জেলার পোল্ট্রি ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট, মৌলভীবাজার, বি.বাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার পোল্ট্রি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ভৈরবের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ পোল্ট্রি জাতীয় খামার রক্ষা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জাহিদুল হক, সভাপতি ফয়েজ রাজা চৌধুরী, কিশোরগঞ্জের পোল্ট্রি ব্যবসায়ী সাদেকুর রহমান, মৌলভীবাজারের মাহমুদুল হাসান, ভৈরব পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল আলম সোহেল প্রমুখ।

এসময় খামারিরা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্য ও বাচ্চার লাগামহীন মূল্যবৃদ্ধি হওয়ায় খামারি ও ডিলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পোল্ট্রি শিল্প দিনদিন ধ্বংস হয়ে যাচ্ছে।

মানববন্ধন শেষে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনারদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির
এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা