জামালপুরে এফবিসিসিআইর পরিচালক রেজাউলকে সংবর্ধনা
দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) টানা তিনবার পরিচালক নির্বাচিত হওয়ায় জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজনু সিআইপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বুধবার বিকালে শহীদ মিনার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
চেম্বারের সভাপতি সৈয়দ মাহবুবুল গণির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এফবিসিসিআইর পরিচালক রেজাউল করিম রেজনু সিআইপি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজর সহ-সভাপতি মো. জাকির হোসেন খান, মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, পরিচালক হাজী মো. ইউসুফ খান, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ছারোয়ার হোসেন শান্ত ও শাহরিয়ার উজ্জ্বলসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথি রেজাউল করিম রেজনু সিআইপি বলেন, ‘জামালপুরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের সেরা চেম্বারে পরিণত হয়েছে। এই চেম্বারের সদস্য ছাড়াও অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটাচ্ছে। তিনি আশা করছেন- এধারা অব্যাহত থাকলে জামালপুরে ব্যবসা-বাণিজ্যে আরও প্রসার ঘটবে।
(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন