রাজবাড়ীতে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যু
রাজবাড়ী সদরের আহলাদিপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম মেজেক সেখ (৫০)।
আজ বুধবার দুপুর তিনটার দিকে তার মৃত্যু হয়। নিহত মেজেক সেখ আহলাদিপুর গ্রামের মৃত সৈয়দ আলী সেখের ছেলে।
আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হাসান এ সংবাদ নিশ্চিত করে বলেন, মেজেক সেখ আহলাদিপুর এগ্রো কৃষি ফার্মের শ্রমিক হিসেবে অন্যান্য দিনের মত আজ বুধবার সকাল থেকেই কাজ করছিল। দুপুরের পর হঠাৎ সে অসুস্থ হয়ে বমি করলে অন্যান্য শ্রমিকরা দ্রুত ভ্যানযোগে সদর হাসাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে দিনে ও রাতে প্রচ- গরমে অসুস্থ হয়ে শ্রমিক ও বৃদ্ধরা হাসাপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিন গড়ে ১০/১২জন করে হাসাপাতালে ভর্তি হচ্ছেন।
রাজবাড়ী সদর হাসাতালের আবাসিক চিকিৎসক সুশীল কুমার রায় ঢাকাটাইমসকে জানান, প্রচ- গরমে অসুস্থ হয়ে রোগিরা ভর্তি হচ্ছেন। এখন বেড না থাকায় ফ্লোরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই গরমে স্বর্দি জর ও শ্বাসকষ্টের রোগি বেশি আসছেন। হিটস্ট্রোক জনিত সমস্যা থেকে বাঁচতে সবাইকে তরল খাবার গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
রাজবাড়ী জেলা প্রশাসকের অফিসের তাপ মাপক যন্ত্রে আজ বুধবার দুপুরে তাপমাত্রা মাপা হয়েছে ৩৭ ডিগ্রি ৫ সেলসিয়াস।
(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন