উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে ভোট দেয়ার আহ্বান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২২:১৯
অ- অ+

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোহাম্মদ আবু কাওসার বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রখতে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মানুষ উন্নয়ন পায়, দুনীর্তি রোধ হয়, পেট ভরে মানুষ ভাত খেতে পারে। মাথাপিছু আয় বৃদ্ধি পায়। আর বিএনপি ক্ষমতায় এলে দেশ দুনীর্তিতে চ্যাম্পিয়ন হয়, মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হয়।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

রূপগঞ্জের রূপসী মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান মেহের।

বক্তারা বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ মারার রাজনীতি করেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করেছে। দেশের মানুষ তা কোন দিন ভুলতে পারবে না। আগামী নির্বাচনে জনগণের কাছ থেকে সেই জবাব পাবে তারা।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা