ভৈরব চেম্বারের ভোট কাল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২২:৩৯

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী হয়েছেন।

এরা হলেন- বর্তমান সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি মো. হুমায়ূন কবির।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোশারফ হোসেন ও মো. মোমেন হাসান প্রার্থী হয়েছেন এবং সহ- সভাপতি পদে আর এ মারুকী শাহীন, মো. আফজাল ভূইয়া ও তোফাজ্জল হক প্রার্থী হয়েছেন।

১৪টি সাধারণ পরিচালক পদে ২০ জন প্রার্থী ও ৪টি সহযোগী পরিচালক পদে ৫ জন প্রার্থী হয়ে লড়ছেন।

সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি একটি করে পদে মোট ৭ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনে মোট ১ হাজার ৫৫৩ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

তার মধ্য সাধারণ ভোটার ১ হাজার ৪৯৪ জন এবং সহযোগী ভোটার ৫৯ জন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হলেন- উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :