ব্রিটেনে স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে ‘সন্ত্রাসী’ আটক

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২২:৫৬

ব্রিটেনের এসেক্সে শহরের স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বুধবার দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ ৩৭ বছর বয়সী ওই যুবককে তুর্কি যাওয়ার পথে আটক করে।

ধারনা করা হচ্ছে, আটক ব্যক্তি সিরিয়া যাওয়ার প্লান করেছিল।

পুলিশ বলছে, আটক ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিল। ফলে তাকে আটক করা হয়েছে। তবে সোমবার রাতে ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলার সাথে তার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, সোমবার ম্যানচেস্টার এরিনাতে একটি কনর্সাটে হামলায় শিশুসহ ২২ ব্যক্তি নিহত হন ও ৫৯ জন আহত হন। সোমবার হামলার পর প্রধানমন্ত্রী থেরেসা মে আরও বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করেন। এরপর দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ 'ক্রিটিক্যাল' বা 'সংকটপূর্ণ' বলে ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :