শ্রীলঙ্কাকে টপকে ছয়ে ওঠছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ২৩:৪৮ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২৩:১৬

সরাসরি বিশ্বকাপ ক্রিকেটে খেলার পথটা নিজেদের করেই নিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে মূল্যবান দুই রেটিং পয়েন্ট ঝুলিতে পুরলেন মাশরাফিরা।

৯১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শুরু করা বাংলাদেশের এখন পয়েন্ট হচ্ছে ৯৩। আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জিতে এক পয়েন্ট পেলেও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এক পয়েন্ট হারাতে হয়। আর আজ কিউইদের হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট পেল বাংলাদেশ।

সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিয়ের ছয় নম্বরে উঠে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে র‌্যাঙ্কিয়ের ছয় নম্বরে। কিউইদের হারানোর ফলে বাংলাদেশেরও পয়েন্ট হবে ৯৩।

তবে ভগ্নাংশের হিসেবে শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে ওঠে যাবে মাশরাফির দল। যেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা র‌্যাঙ্কিং।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং

অবস্থান দল পয়েন্ট

১. দক্ষিণ আফ্রিকা ১২৩

২. অস্ট্রেলিয়া ১১৮

৩. ভারত ১১৭

৪. নিউজিল্যান্ড ১১৬

৫. ইংল্যান্ড ১১০

৬. শ্রীলঙ্কা ৯৩

৭. বাংলাদেশ ৯১

৮. পাকিস্তান ৮৮

৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯

১০. আফগানিস্তান ৫২

(ঢাকাটাইমস/২৪ মে/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :