গাজীপুরে যুবক খুন, বন্ধু আটক
গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় কথা কাটাকাটির জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার রেঁনেসা কিন্ডার গার্টেন মাঠে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম সালাহউদ্দিন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার চানপট্টি গ্রামের হারুন অর রশীদের ছেলে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গতকাল রাত ১০টার দিকে রেঁনেসা কিন্ডার গার্টেন মাঠে সালাহউদ্দিন কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করে। ঘটনার পর অভিযান চালিয়ে সালাহউদ্দিনের বন্ধু শাহীনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
সালাহউদ্দিন টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ভাড়া থেকে একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন