গাজীপুরে গরমে অসুস্থ চার শতাধিক শ্রমিক

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১২:৫৭
অ- অ+

গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় তীব্র গরমে আটটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর এসব কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুরের নয়াপাড়া ও কোনাবাড়ি এলাকার এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়। তীব্র গরমের কারণ পৌনে ১০টার দিকে স্বাধীন গার্মেন্টস লিমিটেড, এবিএম ফ্যাশন, মল্লিকা গার্মেন্টস, রিপন গার্মেন্টস, মাল্টিফেব কারখানাসহ আটটি কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কোনাবাড়ি শরীফ মেডিকেল, কোনাবাড়ি ক্লিনিক, পপুলার হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

কোনবাড়ি জেনারেল হাসপাতালের চিকিৎসক খ ম শরীফ জানান, তীব্র গরমের কারণে এসব শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত।

ঘটনার পর আজকের জন্য কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্র-জনতার ওপর হামলা: আ.লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের চেয়ে ভালোভাবে দেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: আসিফ নজরুল
একযুগ পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা রিবলু
সোনার দাম ভরিতে কমল ১৭৭৩ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা